ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

লোহাগড়ায় আ’লীগ নেতা কামরুল ইসলাম ভূঁইয়া আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
লোহাগড়ায় আ’লীগ নেতা কামরুল ইসলাম ভূঁইয়া আর নেই ছবি: প্রতীকী

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম কাইয়ুম ভূঁইয়া (৫৫) আর নেই।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ধানাইর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।



জানা গেছে, সকালে তিনি হঠা‍ৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগে বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সৈয়দ ফায়জুল আমির লিটু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।