ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে ছাত্রলীগ দু’পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য্যসেন হল শাখা ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আতহদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫