ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে ৪টি ককটেলসহ শিবিরের ৮ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
দিনাজপুরে ৪টি ককটেলসহ শিবিরের ৮ কর্মী আটক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের ঠাকুরাইন বাজার এলাকা থেকে চারটি ককটেলসহ শিবিরের ৮ কর্মীকে আটক করেছে গোয়েন্দা(ডিবি) পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঠাকুরাইন বাজারের আশরাফ মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- সামসুজ্জামান (২৬), মোস্তাফিজুর রহমান (৩০), আবুল কালাম (২১), ফজলে রাব্বী (২৬), নাসির উদ্দিন (২৫), আবুল কাসেম (২৩), নুরুল হুদা (২৩) ও একরামুল হক (২৫)। আটকদের বাড়ি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়।

দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বোমা উদ্ধার ও আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতার পূর্ব পরিকল্পনা করতে আশরাফ মাস্টারের বাড়িতে শিবির বৈঠক করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারটি ককটেল ও জিহাদী বইসহ শিবিরের ৮ কর্মীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।