ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের আশপাশের রাস্তার পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে কার্যালয়ে ঢুকতে উত্তর ও দক্ষিণ পাশের রাস্তার মুখে অন্য সময়ের তুলনায় বেশি সংখ্যক পুলিশ দেখা যায়।
এই দুই রাস্তার মুখে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের উপস্থিতিও উল্লেখযোগ্য সংখ্যক।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, আজ (শুক্রবার) বিকেল ৪টায় খালেদা জিয়ার সংবাদ সম্মেলন রয়েছে। এই সংবাদ সম্মেলন কেন্দ্র করে যাতে কেউ কোনো ধরনের নাশকতা না ঘটাতে পারে তার জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গুলশান কার্যালয় ঘিরে এখন ৮ প্লাটুন পুলিশ রয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫