খালেদার কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন ছাড়া আর কোনো পথ খুলে রাখা হয়নি। তাই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি।
শুক্রবার বিকেলে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে অভিয়োগ করে এ জন্য ক্ষমতাসীনদের বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনের শুরুতেই স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করেন বিএনপি প্রধান।
এ সময় ক্ষমতাসীনদের কঠোর সমালোচনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া দীর্ঘ ৫২ দিন পর সাংবাদিকদের মুখোমুখি হলেন। গত ৩ জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি প্রধান। ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছে তার দল।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫