ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জগদ্দল পাথরের মতো চেপে বসেছে সরকার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
জগদ্দল পাথরের মতো চেপে বসেছে সরকার

খালেদার কার্যালয় থেকে: বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিকেল পৌনে ৫টার দিকে শুরু হয় এ সংবাদ সম্মেলন।

এ সময় ক্ষমতাসীনদের কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে। এই সংকট ‍আওয়ামী লীগের তৈরি, আরও নির্দিষ্ট করে বললে শেখ হাসিনার তৈরি।

খালেদা জিয়া বলেন, তাদের কোনো জবাবদিহিতা নেই। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পর গণতন্ত্রের কথা বলার কোনো নৈতিক অধিকার তাদের নেই।

৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তিনি বলেন, তারা তখন বলেছিল, সেটা নিয়মরক্ষার নির্বাচন। সমঝোতার মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সে কথা রাখেনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, ১৯৮৬ সালে স্বৈরাচারের অধীন নির্বাচনে অংশ নিয়ে তারা জাতীয় বেইমানে পরিণত হয়েছে। এমন অনেক কারণের পরও তাদের প্রতিশ্রুতির কারণে ৫ জানুয়ারির নির্বাচনের পর মধ্যবর্তী নির্বাচনের অপেক্ষায় ছিলাম আমরা। কিন্তু কোনো কথাই তারা রাখেনি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কোনো সুযোগই তারা রাখেনি। ৫ জানুয়ারি নির্বাচনের নামে গণতন্ত্রের নাম নিশানা ধ্বংস করে দিয়েছে।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া দীর্ঘ ৫২ দিন পর সাংবাদিকদের মুখোমুখি হলেন। গত ৩ জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি প্রধান। ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছে তার দল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।