ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

অভিযানের নামে নেতাকর্মীদের নির্যাতন করছে সরকার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
অভিযানের নামে নেতাকর্মীদের নির্যাতন করছে সরকার ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে: সরকার যৌথ বাহিনীর অভিযানের নামে বিএনপি নেতাকর্মীতের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছন দিলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চেয়ারপারসনের রাজনৈতিক রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ‍এ অভিযোগ করেন।



খালেদা জিয়া বলেন, সাংবিধানিক নিয়ম রক্ষার জন্য খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন হচ্ছে বলে বলেছিলেন শেখ হাসিনা। পরে আলাপ-আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘তাদের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। সে সিদ্ধান্ত যে আমাদের ভুল ছিল তা আমরা বুঝতে পারছি। এরমধ্যে তারা  যৌথ বাহিনীর অভিযানের নামে অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করছে এই অবৈধ সরকার,’—বলেন তিনি।

রাজনীতি করার স্বাভাবিক অধিকার টুকুও কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন খালেদা।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া দীর্ঘ ৫২ দিন পর সাংবাদিকদের মুখোমুখি হলেন। গত ৩ জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি প্রধান। ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছে তার দল।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।