গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে: সাংবিধানিক নিয়ম রক্ষার নির্বাচন হলেও আশ্বাস অনুযায়ী শেখ হাসিনা প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চেয়ারপারসনের রাজনৈতিক রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
শেখ হাসিনা ও আওয়ামী লিগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা বলেছিলেন-সাংবাবিধানিক নিয়ম রক্ষার জন্যই এ নির্বাচন হচ্ছে। পরে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন দেওয়া হবে।
কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন করে আওয়ামী লীগ গণতন্ত্রের নাম মুছে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
খালেদা বলেন, ওই নির্বাচনের পর শেখ হাসিনা তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী আলোপ-আলোচনা করেননি। তিনি তার প্রতিম্রুতি রাখেন নি।
তিনি বলেন, এর আগেও স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত হলে তারা (আওয়ামী লীগ) ঘোষণা দিয়েছিল একজন কেও শান্তিতে থাকতে দেবে না। তারপর কী ধরনের সহিংস পথ বেছে নিয়েছিল তা দেখেছেন। এখনও তারা অস্ত্রের ভাষায় কথা বলছে।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া দীর্ঘ ৫২ দিন পর সাংবাদিকদের মুখোমুখি হলেন। গত ৩ জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি প্রধান।
৫ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছে তার দল।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫