গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে: সরকারের মদদে আওয়ামী লীগের নেতাকর্মীরাই যাত্রীবাহী বাসে আগুন ও পেট্রোল বোমা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চেয়ারপারসনের রাজনৈতিক রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, নিরাপত্তার কথা বলে রাস্তায় গাড়ি নামালেও তাদের নিজেদের লোকই বাসে আগুন ও পেট্রোল বোমা দিয়ে নিরীহ মানুষদের হত্যা করছে। আর এর দায় চাপাচ্ছে বিরোধীদের ওপর। দিন পরিবর্তন হলে এসব মানুষের পাশে থাকবো আমরা।
তিনি অভিযোগ করেন, ‘অবৈধ’ভাবে ক্ষমতায় যাওয়ার পর নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া অসংখ্য মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আমাদের গণতান্ত্রিক আন্দোলন শুরুর পর থেকে বিএনপি ও ২০ দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্চে। এমনকি তাদের হত্যা ও গুম করাও শুরু করে তারা।
‘দলের শীর্ষ স্থানীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে গুলিও চালিয়েছে তারা,’ যোগ করেন বিএনপি প্রধান।
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলা থেকে দূরে থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া দীর্ঘ ৫২ দিন পর সাংবাদিকদের মুখোমুখি হলেন। গত ৩ জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি প্রধান।
৫ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছে তার দল।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
** ‘প্রতিশ্রুতি রাখেননি হাসিনা’