ঢাকা: ‘রক্ত শপথে বলীয়ান হয়ে পদতলে পিষ্ঠ করি সন্ত্রাসের চারণ ভূমি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বর সংলগ্ন শহীদ মঈন হোসেন রাজু স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
সংগঠনটির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক লাকী আক্তারের সঞ্চালনায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্বটি পরিচালিত হয়।
এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা জেলা সংসদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাবির বিভিন্ন থানা সংসদ।
এরপর প্রগতিশীল ছাত্র জোট, রাজু সংসদ, রাজুর পরিবার, রাজুর মিছিলের সাথীরা, বাংলাদেশ ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গন ও পরিবেশ বীক্ষণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এছাড়া সারাদেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি একযোগে পালিত হচ্ছে।
১৯৯২ সালের এই দিনে সন্ত্রাসবিরোধী মিছিলে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শহীদ হন মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫