ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘আন্দোলন ছেড়ে সিটি নির্বাচনে আসুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
‘আন্দোলন ছেড়ে সিটি নির্বাচনে আসুন’

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সহিংসতা ও নাশকতা ছেড়ে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


সাবেক রাষ্ট্রদূত অ্যাডভোকেট সিরিল সিকদার স্মরণে এ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

সুরঞ্জিত বলেন, সামনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। অতীতে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই সিটি ও উপজেলা নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি। এবারও অংশ নেওয়ায় কোনো বাধা থাকার কথা নয়।

‘তাই বিএনপি নেত্রীকে আন্দোলন ছেড়ে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি,’—বলেন এই আওয়ামী লীগ নেতা।

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ৬৬ দিন কার্যালয়ে বসে থেকে যে আন্দোলনের নেতৃত্ব খালেদা দিয়েছেন তা শুধু ব্যর্থ নয়, চরম ব্যর্থ হয়েছে। এখনও যদি নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে না আসে ভবিষ্যতে বিএনপি নির্মূল হয়ে যাবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রেজাউর রহমান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ বক্তব্য দেন।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট সিরিল সিকদার।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।