ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিএনপি নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
রাজশাহীতে বিএনপি নেতা আটক

রাজশাহী: রাজশাহী মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সুইটকে আটক করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে আরডিএ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

তবে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়নি।

র‌্যাব-৫ এর এএসপি আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাববের একটি দল বৃহস্পতিবার রাতে আরডিএ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ সুইটকে আটক করা হয়। সুইটের বিরুদ্ধে ২০১২ সালে ও চলমান অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার মামলা রয়েছে। বর্তমানে তাকে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মহানগরের বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হবে।
 
তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরের বোয়ালিয়া মডেল থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, এ নামে তাদের থানা হেফাজতে বর্তমানে কোনো আসামি নেই। র‌্যাব আসামি দিলে তখন বিষয়টি দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।