খুলনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে যে আন্দোলন করছেন তা জনগণের জন্য নয়। কারণ তিনি আইন-বিচার মানেন না, দেশের মানুষের তোয়াক্কা করেন না।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে এক সমাবেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনার জেলার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
মেনন বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলন সন্ত্রাস নির্ভর। পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পরে এবার তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যার ফলাফল সাইকেল বোমা আবিষ্কার।
‘বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংসের খেলায় মেতেছে। শিক্ষাবর্ষের তিন মাস পার হয়ে গেছে অথচ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে। ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী হরতাল-অবরোধে জিম্মি,’—যোগ করেন তিনি।
মেনন আরও বলেন, পৃথিবীর কোনো দেশেই সন্ত্রাসের জয় হয়নি, বাংলাদেশেও হবে না। এদেশের মানুষ খালেদা জিয়াকে আইন মানতে বাধ্য করবে।
স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের রক্ষায় জঙ্গি-সন্ত্রাস নির্ভর আন্দোলন রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সভা সঞ্চালনা করেন পার্টি জেলা সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান।
পার্টির খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় নেতা ইকবাল কবির জাহিদ, হারুনুর রশিদ, অরুণা চৌধুরী, দীপঙ্কর সাহা দীপু, জেলা নেতা শেখ সাইদুর রহমান, আনসার আলী মোল্লা, মোজাম্মেলন হক, দেলোয়ার উদ্দিন দিলু, মফিদুল ইসলাম, মনির আহম্মেদ, রেজোয়ান হোসেন রাজা, অধ্যাপক গৌতম কুন্ডু, রিয়াদ হাসান তপু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫