বগুড়া: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও ছাত্রনেতা আনিছুর রহমান খোকনকে সুস্থাবস্থায় ফিরে পেতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলালের নেতৃত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মামুনুর রশিদ মিঠু, ডা. আসফারুল হাবিব রোজ, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল বাছেদ, জেলার জিয়া পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরিফ মিঠু, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন রানা, সহ-সভাপতি জহিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম, মোটর চালক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫।