ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার স্বপ্ন পূরণ হবে না: শাজাহান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
খালেদার স্বপ্ন পূরণ হবে না: শাজাহান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করছেন। কিন্তু তার এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।



শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সাভারের শিমুলতলায় এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হরকাল-অবরোধের প্রতিবাদে শ্রমিক কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

নৌ-মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আন্দোলন সাধারণ মানুষের জন্য নয়, মামলা থেকে বাচাঁ আর ছেলেকে রক্ষার জন্যই এ আন্দোলন।

‘তাদের আন্দোলনে সাধারণ মানুষ তো পুড়ছেই, শিশুরাও রক্ষা পাচ্ছে না,’—বলেন শাজাহান খান।

সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি, সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।