ঢাকা: চলমান সংকট নিরসন, দেশে স্থায়ী শান্তি ও মানবতার মুক্তির লক্ষে রাজধানী অভিমুখে ‘মার্চ ফর পিস’ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ৩ এপ্রিল সাদা পতাকা হাতে এ কর্মসূচি পালন করবে তারা।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
সংগঠনের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সরকার জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে মন্তব্য করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চলমান সংকটের সমাধান দিতে পারে।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫