ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
ফেনীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে দুর্বৃত্তদের গুলিতে আনোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আনোয়ার সদর উপজেলার মোটবী ইউনিয়ন যুবলীগের নেতা। সদরের কাজিরবাগের শ্রীপুরে দলীয় জনসভা শেষে বাড়ি ফেরার পথে তিনি এ হমলার শিকার হন।

এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, আনোয়ার মোটরসাইকেলযোগে ভালুকিয়ায় পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে নিজ দলের নেতাকর্মীরাই তার ওপর এ হামলা চালিয়েছে। গুলিবিদ্ধ আনোয়ারকে গুরতর আহত অবস্থায় প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি মেম্বার মো. মানিক বাংলানিউজকে জানান, তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।