ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গিনেত্রী খালেদা শিক্ষার্থীদের ভালো চান না’

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
‘জঙ্গিনেত্রী খালেদা শিক্ষার্থীদের ভালো চান না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গিনেত্রী উল্লেখ করে মিরসরাইয়ের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, তিনি (খালেদা) শিক্ষার্থীদের ভালো চান না, তাই পাবলিক পরীক্ষার সময় হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদরের মীর কমিউনিটি সেন্টারে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জঙ্গিনেত্রী খালেদা জিয়া দেশের ১৫ লাখ শিক্ষার্থী যাতে পরীক্ষা না দিতে পারে সেজন্য হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছেন। এতে শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছেন তিনি। কিন্তু বর্তমানে দেশে হরতাল-অবরোধ বলতে কিছুই নেই, তার কথা কেউ এখন আর শুনে না।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে একযোগে ৩৭ হাজার বিদ্যালয় সরকারি করে। যা বিএনপি করতে পারেনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ২০২০-২১ সালের মধ্যে বাংলাদেশে কোনো নিরক্ষর থাকবে না। শেখ হাসিনার সরকার সব বিষয়েই আন্তরিক। যেমন- শিক্ষায় আন্তরিক, ঠিক তেমনি ক্রিকেট-ফুটবল খেলায়ও সরকার আন্তরিক। দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে কাজ করে যাচ্ছি আমরা।

পরে মন্ত্রী বিভিন্ন বিদ্যালয়ে পিয়ানো, ল্যাপটপ বিতরণ করেন। এরপর উপজেলার সেরা এসএমসি সভাপতি মুরাদপুর ফাতেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদুল আলম মঞ্জু, শ্রেষ্ঠ শিক্ষক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম, শ্রেষ্ঠ শিক্ষিকা সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, সেরা বিদ্যালয় মধ্যম তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মঞ্জুর কাদের চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।

নাছিমা আক্তারের সঞ্চালনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা হায়াতুন্নবী, মোহাম্মদ হাসান, ইউআরসির ইন্সট্রাক্টর আবু তাহের, মিরসরাই উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।