ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বেগমগঞ্জে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি অপহৃত ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুর রহিমকে (৫০) সন্ত্রাসী আলম বাহিনীর সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ৯টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের ছয়ানী বাজারের রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে আবদুর রহিমের পরিবার।



অপহৃত আবদুর রহিম উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের দৌয়ালিয়া গ্রামের মৃত আবদুল মমিনের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি।

আবদুর রহিমের পরিবার ও পুলিশ বাংলানিউজকে জানায়, রাত সোয়া ৯টার দিকে চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন আবদুর রহিম। পথে ছয়ানী বাজারের রাস্তার মাথা এলাকায় সন্ত্রাসী আলম বাহিনীর সদস্যরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর অপহরণ করে আলাইয়াপুর ইউনিয়নের বালুচরা গ্রামের দিকে নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম নিখোঁজ। তাকে উদ্ধারের জন্য ওই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।