ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বরগুনায় বিআরটিসি বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বরগুনায় বিআরটিসি বাসে আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার পৌর শহরের সোনিয়া সিনেমা হলের সমানে একটি বিআটিসি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-২১২২) আগুন দিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা।

শনিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ওই বাসটিতে অগ্নিসংযোগ করে তারা।

এতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাসটির পুরোটাই পুড়ে যায়।

অগ্নিসংযোগের সময় বাসটিতে হেলপার এস এম কাইয়ুম ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার টের পেয়ে তিনি বাসের জানালা দিয়ে বের হয়ে যান।

এ প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, খুলনা থেকে বরগুনা রুটে বাসটি চলাচল করতো। সকালে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হলো না। হঠাৎ ভোর রাতে কে বা করা বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমি আগুন টের পেয়ে দ্রুত নেমে যাওয়ায় আঘাত পাইনি।

আগুনের খবর পেয়ে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বাংলানিউজকে বলেন, এটি একটি নাশকতা। প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, কে বা কারা এই সঙ্গে জড়িত। তবে পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।