মেহেরপুর: মেহেরপুরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি ও জামায়াতের ১৮ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে মেহেরপুর সদর থানা, গাংনী থানা ও মুজিবনগর থানা পুলিশ পৃথক অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সদর থানা পুলিশ সাত জন, গাংনী থানা পুলিশ নয় জন ও মুজিবনগর থানা পুলিশ দুই জনকে আটক করেছে।
এদের মধ্যে ১৭ জন বিএনপি ও একজন জামায়াত কর্মী। তাদের ১৫১ ধারায় আটক দেখিয়ে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫