গাজীপুর: নাশকতার অভিযোগে গাজীপুরের দুই থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা সদর জয়দেবপুর থানা পুলিশ ৪জন ও কালিয়াকৈর থানা পুলিশ ১ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে অবরোধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫