ঢাকা: সংবাদ সম্মেলন। তাই দিনভর সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভরা ছিল গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর রোড।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজধানীর গুলশান ২ নম্বরের রাজনৈতিক কার্যালয় এবং সংলগ্ন ৮৬ নম্বর রোডের শুক্রবারের (১৩ মার্চ) দৃশ্যপট ছিল এটি।
বিকাল চারটা ছিল সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়। জুম্মার নামাজের পর থেকে বাড়ে উপস্থিতি। বিকাল তিনটায় দ্বার খোলে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের।
দীর্ঘ ৫২ দিন পর সংবাদ সম্মেলনের মাধ্যমে সরাসরি হাজির হন বিএনপি প্রধান খালেদা জিয়া। প্রায় ঘণ্টাব্যাপী বক্তৃতায় তুলে ধরেন আন্দোলন পরিস্থিতি। চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চলমান কর্মসূচি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাউয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে একে একে বিদায় নিতে শুরু করেন সংবাদকর্মীরা। কার্যালয়ে ঢুকতে উত্তর ও দক্ষিণ পাশের রাস্তার মুখে অন্য সময়ের তুলনায় এদিন বেশি ছিল পুলিশ। দুই রাস্তার মুখে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য সংখ্যক।
পুলিশের ভাষায়, সংবাদ সম্মেলন ঘিরে নাশকতা যাতে না ঘটে, সেজন্য ছিল আট প্লাটুন পুলিশ। সংবাদ সম্মেলন শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমে আসে।
রাত সোয়া ১১টায় গুলশানের ৮৬ নম্বর রোডে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের মতো আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য কার্যালয়ের সামনে চেয়ার-টেবিল পেতে রেজিস্ট্রার খাতা নিয়ে বসা ছিলেন। মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে বসেছিলেন তারা।
মূল ফটকের সামনে ছিল বহরের একটি গাড়ি। এ সময় ছিলেন না বেশি মিডিয়াকর্মী। ছিলেন দু’জন ভ্রাম্যমাণ চা বিক্রেতা। প্রাইভেটকার-মোটরসাইকেলের যাতায়াতে সড়ক ছিল সচল।
ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর এক সদস্য বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে খাবার এবং কিছু কাপড়-চোপড় নিয়ে ভিতরে ঢুকেছেন খালেদা জিয়ার বাসার একজন স্টাফ।
রাত আড়াইটার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সোয়া তিন ঘণ্টা আগের চিত্রই চোখে পড়ে। তবে এ সময় ২/৩টি মিডিয়া প্রতিষ্ঠানের কর্মী এলেও দ্রুতই তারা চলে যান।
গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ও দফায় দফায় হরতাল দিয়ে আসছে খালেদা জিয়ার রাজনৈতিক জোট। হরতাল-অবরোধে যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হতাহতের ঘটনা ঘটতে থাকায় গ্রেফতারি পরোয়ানায় থাকা খালেদা জিয়ার সংবাদ সম্মেলন ঘিরে ছিল কৌতুহল।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫