ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে শিবির নেতা হত্যার বিচার দাবিতে মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
গাজীপুরে শিবির নেতা হত্যার বিচার দাবিতে মিছিল-সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর মহানগর ছাত্রশিবিরের নেতা ফরিদ আহমেদের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ করেছে সংগঠনটি।

শনিবার ( ১৪ মার্চ) সকাল নয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় এ মিছিল-সমাবেশ করে তারা।



গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবশে বক্তব্য রাখেন, শিবিরের গাজীপুর জেলার সভাপতি নুরুল ইসলাম, মহানগরের সেক্রেটারি আহমদ ইমতিয়াজ, অফিস সম্পাদক কিসমাম আব্দুল্লাহ প্রমুখ।

গাজীপুর মহানগরের ১৭নং ওয়ার্ড শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ গত ১৬ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।