পিরোজপুর: পিরোজপুরে পুলিশে বাধার মুখে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করে তারা।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় বিএনপি জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের সোনালী ব্যাংকের সামনে এলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই পথসভা করে নেতাকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি আফজাল হোসেন টিপু, শেখ শহিদুল্লাহ শহী, মির্জা জহিরুল হক, নাদের খান রাজু, জাহিদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫