ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে শ্রমিকদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
পিরোজপুরে শ্রমিকদলের বিক্ষোভ

পিরোজপুর: পিরোজপুরে পুলিশে বাধার মুখে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে  নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করে তারা।



শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় বিএনপি জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের সোনালী ব্যাংকের সামনে এলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই পথসভা করে নেতাকর্মীরা।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি আফজাল হোসেন টিপু, শেখ শহিদুল্লাহ শহী, মির্জা জহিরুল হক, নাদের খান রাজু, জাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।