ঢাকা: মুন্সীগঞ্জের চরাঞ্চলে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত হওয়া জুয়েল নামে এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৪ মার্চ) বেলা ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে জুয়েলসহ আরো দুই যুবক আহত হন। পরে ওই রাতেই তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য জুয়েলকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুয়েল।
জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইদুল হক ভুঁইয়া।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫