সাভার (ঢাকা): সাভারের গেন্ডায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দু’জনকে পুড়িয়ে হত্যা চেষ্টার রেশ না কাটতেই এবার সাভার জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় অফিসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ছবিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
শনিবার (১৪ মার্চ) ভোররাতে সাভারের রাজফুলবাড়ীয়ার খাত্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, শনিবার ভোররাতে খাত্রাপাড়া এলাকার জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় স্থানীয় লোকজন ওই কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা।
অপরদিকে শনিবার সকালে শ্রমিক লীগের দুই নেতা খোকন ও বাবুলকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু জড়িত সন্দেহ কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫