ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ২০ দলীয় জোটের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বগুড়ায় ২০ দলীয় জোটের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে বগুড়ায় মিছিল-সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলীয় জোট।

শনিবার(১৪ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের মফিজ পাগলার মোড় থেকে মিছিলটি বের হয়।

পরে শেরপুর গোহাইল রোড সুত্রাপুর ঘুরে পুনরায় মফিজ পাগলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয় মিছিলটি। তবে পুলিশি তৎপরতার কারণে শহরের জিরো পয়েন্ট সাতমাথার দিকে আসতে পারেননি মিছিলকারীরা।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক তালুকদার বেলাল, সহ-সভাপতি এ্যাডভোকেট রাফি পান্না, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি সাইফুল ইসলাম বলেন, আ’লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নিয়ে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তারা প্রশাসন নির্ভর দল হয়ে পড়েছে। প্রশাসনকে ব্যবহার করেই তারা বিরোধী দলকে দমন করার চেষ্টা করছে। বিএনপি তথা ২০ দলীয় জোট শান্তিপূর্ণ আন্দোলন করছে, কিন্তু আ’লীগ আন্দোলনরত বিরোধী দলকে সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।