ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলানিউজকে হাজী সেলিম

বিএনপি না এলে প্রশ্নবিদ্ধ হবে ডিসিসি নির্বাচন

সালাহ উদ্দিন জসিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বিএনপি না এলে প্রশ্নবিদ্ধ হবে ডিসিসি নির্বাচন হাজী মো. সেলিম / ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন দক্ষিণের মেয়র প্রার্থী হাজী মো. সেলিম এমপি।
 
তিনি বলেছেন, ‘ডিসিসি নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত।

এটা তাদের(বিএনপি) জন্য ভালো হবে। এর মধ্য দিয়ে নিজেদের জনসমর্থন যাছাই করতে পারবে। কিন্তু বিএনপি না এলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, মানুষ বলবে একটা দল আসেনি।
 
বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন হাজী মো. সেলিম। তিনি পেশায় ব্যবসায়ী। জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্যদের নেতা। আবার ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
 
নানা কারণে আলোচিত-সমালোচিত এই রাজনীতিক একান্ত আলাপচারিতায় শুনিয়েছেন ‘মেয়র’ হওয়া ও ঢাকাকে নিয়ে তার স্বপ্নের কথা। জানিয়েছেন পরিকল্পনাও। মহল্লায় মহল্লায় ‘পঞ্চায়েত প্রথা’ চালু, পুরো শহর সিসি ক্যামেরার আওতাভুক্ত করাসহ নাগরিক সবসেবা নিশ্চিত করতে চান হাজী মো. সেলিম।
 
তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই এ ঢাকায় বড় হয়েছি, এ শহরেই মানুষের পাশে ছিলাম, এখনও জনে জনে ছুটছি। এই এলাকার (ঢাকা দক্ষিণ) মানুষের কষ্ট বুঝি, সমাধানও করতে পারবো। নির্বাচিত হলে পঞ্চায়েত প্রথা চালু করবো। অলি-গলিতে কাউন্সিলরের মাধ্যমে পঞ্চায়েত ছড়িয়ে দেব। এতে উন্নয়ন ভালো হয়। চুরি-ছিনতাই-সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলে পুরো ঢাকাকে সিসি ক্যামেরার আওতায় আনবো। এর মাধ্যমে ককটেল-পেট্রোল বোমা নিক্ষেপকারি ও গাড়িতে অগ্নিসংযোগকারিদেরও চিহ্নিত করে ধরা যাবে।
 
হাজী সেলিম বলেন, জনপ্রতিনিধি না থাকায় রাস্তায় বাতি নেই, স্যুয়ারেজ লাইন নষ্ট, নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করবো। এখন মানুষের ছোটখাট সমস্যা নিয়েও থানায় যেতে হয়, সেখানে তারা কেবলই হয়রানির শিকার হয়। জনপ্রতিনিধি থাকলে সালিশ বা ‘সমাধান’ করতে পারতেন।
 
বিশ্বের কোন সিটি আদর্শ মনে করেন, সে আলোকে ঢাকাকে সাজানোর পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকা শহরকে অন্য শহরের সঙ্গে তুলনা করা যাবে না। বিশ্বের অন্যকোনো সিটির মত এই শহর সাজানো যাবে না। কারণ এটা ব্রিটিশ সিটি। এটাকে এটার মতই সাজাতে হবে।
 
সমন্বিত সেবার জন্য ঢাকার প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ‘মেট্রোপলিটন গভর্নমেন্ট’কে যুৎসই মনে করেন হাজী সেলিম। এই সরকার ব্যবস্থা হলে সুন্দর হবে। মানুষের ভোগান্তি কমবে।
 
দশম জাতীয় সংসদ নির্বাচনে নিজ দল আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নিয়েছেন, নির্বাচিতও হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য একজনকে মনোনীত করেছেন। তা জেনেও সংসদ সদস্যপদ ছেড়ে, এখনও কি দলের সমর্থন ছাড়াই মেয়র পদে লড়বেন? জবাবে হাজী সেলিম বলেন, নেত্রী প্রস্তুতি নিতে বলেছেন। মনোনয়ন তো দেন নাই! জনগণ চায়, আমি নির্বাচন করি। তাই আমিও প্রস্তুতি নিচ্ছি। এরপর দল চিন্তা-ভাবনা করবে, সমর্থন দেবে কি দেবে না! সিটি নির্বাচনে দলের কোনো মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, সমর্থন দিতে পারে।

তবে ‘জনগণইশক্তি’ মনে করেন হাজি সেলিম। আর এ বিশ্বাস বুকে নিয়েই চষে বেড়াচ্ছেন পুরান ঢাকার অলিগলি। বাংলানিউজকে তিনি বলেন, কোনো কারণে যদি নির্বাচন না হয়, আমার লাভই হবে। এই যে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, মানুষ এটাকে মূল্যায়ন করবে। মনে রাখবে।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।