ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে বিএনপি কর্তৃক অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।



পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, সহ-সভাপতি রাসেল মিয়া স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু, মোর্শেদুর রহমান প্রমুখ।

সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার হোতা হিসেবে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেন। অবিলম্বে তারেক রহমানকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান ছাত্রলীগ নেতারা।

মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।