পটুয়াখালী: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গি-বোমাবাজদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংলাপ হতে হলে ২০১৯ সালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, বোমা মেরে মানুষ মারার আন্দোলন মানুষ গ্রহণ করে না। সংলাপের জন্য খালেদাকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিএনপির নেতারা সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। আন্দোলন-সংগ্রামে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫