ঢাকা: মিথ্যাচারের জবাব দিতে পারবেন না বলেই খালেদা জিয়া সাংবাদিকদের মুখোমুখি হন নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত কর্তৃক অপহরণ চেষ্টার প্রতিবাদে এ সভার আয়োজন করে বাংলাদেশ যুব মহিলা লীগ।
হানিফ বলেন, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার সাংবাদ সম্মেলনে মিথ্যাচার ছাড়া আর কিছুই ছিলো না। তিনি একতরফাভাবে মিথ্যাচার করেছেন। সাংবাদিকরা তার মিথ্যাচারের বিষয়ে প্রশ্ন করবে বুঝেই তিনি তাদের মুখোমুখি হন নি।
তিনি বলেন, কি কারণে বিএনপি সংবাদ সম্মেলন করলো তা জনগণ বুঝতে পারেনি। আমরা ও বুঝতে পারেনি ।
জনগণ আশা করেছিলো খালেদা জিয়া তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যাহার করে নেবে। কিন্তু তিনি (খালেদা জিয়া) তা না করায় জনগণ হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।
প্রতিবাদ সভায় হানিফ আরও বলেন, খালেদা জিয়াকে তারেক রহমান ও জামায়াত অবরুদ্ধ করে রেখেছে। তাদের নির্দেশ ছাড়া তার (খালেদা জিয়া) পা বাড়ানোর সুযোগ নেই ।
প্রতিবাদ সভায় তিনি সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিএনপি ভেঙ্গে টুকরো হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া যেভাবে জঙ্গীরূপ ধারণ করেছেন তাতে করে কোনো শুভ বুদ্ধির মানুষ তার সঙ্গে থাকতে পারে না। আর সে কারণেই বিএনপি ভেঙ্গে টুকরো টুকরো হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
তিনি বলেন, বিএনপি ভেঙ্গে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র তার বড় প্রমাণ শুক্রবারের সংবাদ সম্মেলন। কারণ সেখানে বিএনপির শুভ বুদ্ধির কোনো নেতাই তার সঙ্গে ছিলেন না।
খালেদা জিয়াকে সময় মতো গ্রেফতার করা হবে উল্লেখ করে কামরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র। সময় মতোই তাকে গ্রেফতার করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগর সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলসহ যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ ।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১৪,২০১৫