ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বরগুনায় বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বরগুনায় বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আটক ৫ ছবি: প্রতীকী

বরগুনা: বরগুনা পৌর শহরের সোনিয়া সিনেমা হলের সামনে বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সালেহ ফারুক, বিএনপি কর্মী নজরুল ইসলাম বাবু, ছাত্রদল কর্মী গাজী আরাফাত, জুয়েল প্যাদা ও আল-আমিন।



শনিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বাসটিতে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই পাঁচজনকে আটক করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসের হেলপার এস এম কাইয়ুম জানান, সিনেমা হলের সামনে পার্ক করা খুলনা-বরগুনা রুটের বাসটিতে তিনি ঘুমাচ্ছিলেন। ভোরে হঠাৎ বাসে আগুন লাগায় তার ঘুম ভেঙে যায়। এসময় দ্রুত বাসের জানালা দিয়ে বের হয়ে যান তিনি।

** বরগুনায় বিআরটিসি বাসে আগুন

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।