ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকীর আমন্ত্রণপত্র খালেদাকে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
খন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকীর আমন্ত্রণপত্র খালেদাকে

ঢাকা: বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) খন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভার আয়োজন করেছে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি সংসদ।

শনিবার (১৪ মার্চ) বিকেলে খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে আমন্ত্রণপত্র নিয়ে যান প্রয়াত খন্দকার দেলোয়ারের কানাডা প্রবাসী ছেলে ড. খন্দকার আকবর হোসেন। গুলশান কার্যালয়ের গেটে আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা।

২০১১ সালের ১৬ মার্চ বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন খন্দকার দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।