ঢাকা: রাজধানীর আজিমপুর টেম্পুস্ট্যান্ড মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে পথচারী এক নারী আহত হয়েছেন।
শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাতে আজিমপুর টেম্পুস্ট্যান্ড মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হলে পথচারী এক নারী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫