রাজশাহী: রাজশাহী মহানগরীর নিউমার্কেটে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর নির্মাণাধীন ভবন থিম প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫