ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত হরতাল ও অবরোধের সমর্থনে রাজধানীর হাতিরপুল মোড়ে মিছিল করেছে ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আবু আল আতিক হাসান মিন্টুর নেতৃত্বে শনিবার (১৪ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি হাতিরপুল মোড় থেকে কাঁটাবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখার সিনিয়র সহ-সভাপতি সাইফুল, ছাত্রদল নেতা ফাহিম, রাজিব, মিথুন, শিপন, শোভন, সাকিব, মাসুদ, রবিউল, বৃন্ত, শামিল ও আনোয়ারসহ আরো অনেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫