ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বগুড়ায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে রাস্তা সংস্কারে বালু সরবরাহ নিয়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা বেনজীর আহমেদ ও তার ছোট ভাই রিপন আহমেদ গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নাগরকান্দি নদী এলাকায় এ ঘটনা ঘটে।



আহত বেনজীর আহমেদ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার মনিনাগ থেকে আচলতা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে বালু সরবরাহ নিয়ে বেনজীর আহমেদের সঙ্গে ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরশেদুল বারীর বিরোধ চলছিল।
 
বিকেলে ঘটনাস্থলে বালু সরবরাহ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মোরশেদুল বারীর নেতৃত্বে মাহফুজ রহমান, আব্দুল খালেকসহ ২০-২৫ জনের সংঘবদ্ধ একটি দল লাঠিসোটা নিয়ে বেনজীর আহমেদকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

এ সময় তারা বেনজীরের বুকে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ছোট ভাই রিপন এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, অপরাধীকে অপরাধী হিসেবে দেখেই আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ওসিকে।
 
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।