সাভার (ঢাকা): নৈশকোচে পেট্রোলবোমা মেরে আগুন দেওয়ার অভিযোগে সাভারের সবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিনকে প্রধান আসামি করে বিএনপির ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশ।
মামলার নথি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) ভোরে সাভার পৌর এলাকার গেন্ডা এলাকায় রাজশাহী থেকে আসা একটি নৈশকোচে (রাজশাহী মেট্রো ব ১১-০০১৫) পেট্রোলবোমা ছোড়া হয়। এতে বাসের দুই যাত্রী দগ্ধ হন।
ওই ঘটনায় সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মিন্টু মণ্ডল বাদী হয়ে বিএনপির সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিনকে প্রধান আসামি করে শুক্রবার দিনগত গভীর রাতে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩১।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫