নীলফামারী: নাশকতার আশঙ্কায় ডোমার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দিনগত রাত আটটার দিকে উপজেলা শহরের পুরনো পৌরসভা সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলা শহরের চিকনমাটি জুম্মাপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম বিন আমিন সুমন (৩৫), যুবদল কর্মী ও চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের (মৃত) আজমল হোসেনের ছেলে হারুন উর রশিদ (৩২), পুর্ব চিকনমাটি সবুজপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ছাত্রদল কর্মী রতন আলী (২৫) এবং বড়রাউতা শাহাপাড়া গ্রামের আনজারুল ইসলামের ছেলে ছাত্রদল কর্মী পারভেজ হোসেন (২৪)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, হরতালের সমর্থনে স্থানীয় বাটার মোড় থেকে মিছিল বের করে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে তাদের আটক করা হয়।
রোববার (১৫ মার্চ) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, মার্চ ১৫,২০১৫