মেহেরপুর: দেশব্যাপী পুলিশের চলমান নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে মেহেরপুর জেলায় বিএনপি-জামায়াতের নয় কর্মীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর মধ্যে সদর থানায় তিন, গাংনী থানায় তিন ও মুজিবনগর থানায় তিনজন আটক হয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী আবু সালেক ও সদর থানার ওসি আহসান হাবীব এসব অভিযানে নেতৃত্বে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আটক নয়জনকে দুপুরে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫