গাইবান্ধা: সারাদেশে চলমান পুলিশের নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে গাইবান্ধায় জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন জামায়াত ও একজন শিবির কর্মী। নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫