ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ পরিবহন ফেডারেশন শ্রমিক লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় তারা এ মিছিল ও সমাবেশ করে।
বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫।