ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে কৃষকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
ঝালকাঠিতে কৃষকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মিন্টু সরদারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে মিন্টু সরদারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



তাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের ছেলে সাইদ সরদার টিটু।

পুলিশ ও  স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি মাহফিল থেকে বাড়ি উদ্দেশে রওয়ানা হন মিন্টু সরদার। পরে মধ্যরাতে নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না ও ঘরের দরজা খোলা ছিল। এছাড়া সৌর বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্র আরো জানায়, মিন্টু সরদারের ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়ন তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার  প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।