নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বোরবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহর মাইজদীর মডার্ন হাসপাতালের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এ সময় মিছিল থেকে দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে পুলিশের গুলি, গ্রেফতার-নির্যাতন, হয়রানি, খুন ও দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এবং জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহাজাহানের মুক্তির দাবিতে স্লোগান দেয় নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫