ঢাকা: সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের পর তা অস্বীকার এবং দেশব্যাপী ছাত্রদল নেতাদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার (১৬ মার্চ) দেশের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।
রোববার (১৫ মার্চ) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ বিষয়টি জানান।
বিবৃতিতে তারা বলেন, স্বৈরাচারী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ-গুম বর্তমান সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।
প্রতিনিয়তই আইন, সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে মানবিক বিপর্যয়ের একটি দেশ হিসেবে পরিচিত করাচ্ছে সরকার। কারো নামে মামলা থাকলে তাকে আইন অনুযায়ী গ্রেফতার করে আদালতে পাঠানো হবে। এটাই নিয়ম। কিন্তু গ্রেফতার করে দিনের পর দিন, নিখোঁজ করে রাখার এখতিয়ার কোনো বাহিনীকে দেওয়া হয়নি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে তারা আরও বলেন, বর্তমান অবৈধ সরকারের অন্যায় কাজে নিজেদের জড়িত করবেন না। দেশের গণতন্ত্র ও বাক-স্বাধীনতাকে ধ্বংস করবেন না।
নেতৃদ্বয় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক ইউসুফ কামাল জনি, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
পাশাপাশি সোমবারের কর্মসূচি পালনে দেশের প্রতিটি ইউনিটকে যথাযথভাবে কাজ করার নির্দেশও দেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫