ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

যানজটে নাকাল সিলেট, চলছে হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
যানজটে নাকাল সিলেট, চলছে হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। রোববার (১৫ মার্চ) সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও রাজপথে দেখা মেলেনি হরতাল সমর্থকদের।

অনেকটা কাগজে-কলমেই যেন হরতাল চলছে বিভাগীয় নগরী সিলেটে।

সকাল থেকেই যানবাহন চলাচলে সরব হয়ে উঠে নগরীর সড়ক-মহাসড়ক। অনেক জায়গায় দেখা যায় দীর্ঘ যানজট। একইসঙ্গে খোলা রয়েছে দোকানপাটও।

সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ব্যাংক, সরকারি-বেসরকারি অফিসগুলোতে ছিল মানুষের ভিড়। আদালত পাড়ার চিত্রও ছিল একই রকম।

সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্রই চোখে পড়েছে।

সকাল থেকেই সিলেট টার্মিনাল ছেড়ে যাচ্ছে আন্ত‍ঃজেলা ও দূরপাল্লার বাস। সিডিউল বিপর্যয়ের মধ্যেও স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

তবে, নগরীতে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি। পাশাপাশি যানবাহনগুলোতে তল্লাশি চালাতেও দেখা যায়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, পুলিশের পাশাপাশি বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে। এখনও পর্যন্ত জেলার সবকটি উপজেলায় হরতাল সমর্থকদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।