সিলেট: সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। রোববার (১৫ মার্চ) সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও রাজপথে দেখা মেলেনি হরতাল সমর্থকদের।
সকাল থেকেই যানবাহন চলাচলে সরব হয়ে উঠে নগরীর সড়ক-মহাসড়ক। অনেক জায়গায় দেখা যায় দীর্ঘ যানজট। একইসঙ্গে খোলা রয়েছে দোকানপাটও।
সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ব্যাংক, সরকারি-বেসরকারি অফিসগুলোতে ছিল মানুষের ভিড়। আদালত পাড়ার চিত্রও ছিল একই রকম।
সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্রই চোখে পড়েছে।
সকাল থেকেই সিলেট টার্মিনাল ছেড়ে যাচ্ছে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস। সিডিউল বিপর্যয়ের মধ্যেও স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
তবে, নগরীতে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি। পাশাপাশি যানবাহনগুলোতে তল্লাশি চালাতেও দেখা যায়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, পুলিশের পাশাপাশি বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে। এখনও পর্যন্ত জেলার সবকটি উপজেলায় হরতাল সমর্থকদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫