বরগুনা: বরগুনায় বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনায় জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লাসহ বিএনপি-জামায়াতের ৪৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাতে বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
এরআগে শনিবার ভোর সাড়ে ৪টায় পৌর শহরের সোনিয়া সিনেমা হলের বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে, রোববার দুপুর পর্যন্ত ওই বাসের চালক মো. আক্তারুজ্জামান এবং সুপারভাইজার এস এম কাইউমসহ ৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় অন্যান্য আসামিদের মধ্যে অন্যতম হলেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এস এম আফজালুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা মো. মহিববুল্লাহ হারুন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম সালেহ্ ফারুক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপন, আহসান হাবীব স্বপন ও বরগুনা পৌর কমিশনার ফারুক শিকদার প্রমুখ।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নাশকতায় সহায়তার দায়ে এ মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫