ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে টেকনিক্যাল কলেজে ছাত্রলীগের ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
মেহেরপুরে টেকনিক্যাল কলেজে ছাত্রলীগের ভাঙচুর

মেহেরপুর : চাঁদার টাকা না পেয়ে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগের একটি গ্রুপ।

রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

 

মেহেরপুর সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দীকুর রহমান বাংলানিউজকে বলেন, ‘স্বাধীনতা দিবস উৎযাপনের লক্ষ্যে কয়েকদিন আগে টেকনিক্যাল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি জীবন আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মানিক স্বাক্ষরিত একটি দাওয়াতপত্র আমাকে দেয়।

আমার অনুমতি না নিয়ে ছাত্রলীগ আমাকে প্রধান অতিথি করেছে। সে অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে উদ্বোধক ও শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনকে বিশেষ অতিথি রাখা হয়েছে।

আগামী ১৯ মার্চ সে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তারা দাওয়াতপত্র দিয়ে আমার কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তাদের এ চাঁদা দিতে অস্বীকার করি।

এর জের ধরে দুপুর ১২টার দিকে ছাত্রলীগের কতিপয় কর্মীর সঙ্গে মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বাক-বিতণ্ডা হয়। এ সময় তারা কলেজের ভেতর এসে জানালা, দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করে।
 
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।

সদর থানার ওসি আহসান হাবীব বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।