নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার মামলায় নীলফামারী জেলা জামায়াতের দুই শীর্ষ নেতা আবু হেলাল ও খায়রুল আনামসহ ২০৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক(এসআই) মোস্তাফিজুর রহমান।
তৎকালিন সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জামায়াত-শিবিরের সহিংতায় ক্ষতিগ্রস্ত পলাশবাড়ি, লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান ২০১৩ সালের ১৪ ডিসেম্বর। সেখানে থেকে শহরে নিজ বাড়ি ফেরার পথে নীলফামারীর রামগঞ্জে তার গাড়ি বহরে হামলা চালায় বিএনপি-জামায়াত কর্মীরা।
এ সময় জামায়াত-বিএনপির সহিংসতায় নিহত হন কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মী ও পথচারীসহ পাঁচজন।
হত্যাকাণ্ডের ঘটনায় নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) বাবুল আখতার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড়শ’ জনকে আসামি করে মামলা করা হয়।
নীলফামারী থানার ওসি/তদন্ত বাবুল আখতার জানান, দীর্ঘ তদন্ত শেষে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবু হেলাল ও সদর উপজেলা জামায়াতের আমির খায়রুল আনামসহ ২০৭ জনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, মামলায় এ পর্যন্ত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫